শুক্রবার, ৩০ অক্টোবর, ২০১৫ ০০:০০ টা
অন্য খবর

সোনার নদী

সোনার নদী

বুলগেরিয়ায় নদীতে মিলছে সোনার কণা। তা সংগ্রহে লেগে আছে শত শত মানুষ। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। গত আগস্টে প্রকাশিত দেশটির এক সরকারি প্রতিবেদন অনুসারে, বুলগেরিয়ার প্রায় সব নদীতে এমন সোনার কণা আছে। বুলগেরিয়ায় নদীতে থাকা এই সোনার কণা প্রাচীন থ্রেশানদের তৈরি করা অলঙ্কারের বলে ধারণা করা হয়। অবশ্য বুলগেরিয়ায় কাঁকর-নুড়ি থেকে সোনার কণা পৃথক করার কাজে জড়িত ব্যক্তিদের সংগঠনের প্রধান কিরিল স্তামেনভের ভাষ্য, সেখানে সব সময়ই সোনা ছিল।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর