শনিবার, ৩১ অক্টোবর, ২০১৫ ০০:০০ টা

আসাদকে সরে যেতে হবে : সৌদি সবাই নমনীয় হোন : মুন

আসাদকে সরে যেতে হবে : সৌদি সবাই নমনীয় হোন : মুন

সিরিয়ার চলমান সংকট নিরসনে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় গতকাল থেকে শুরু হয়েছে বৈঠক। ১৭টি দেশের প্রতিনিধিরা ওই বৈঠকে অংশ নিয়েছে। তবে সিরিয়া নিয়ে বৈঠকে এবারেই অংশ নিয়েছে ইরানের কোনো প্রতিনিধি। আর আলোচনায় ইরানকে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব। কারণ সিরিয়ার প্রেসিডেন্ট বাশার-আল আসাদের অন্যতম সমর্থক ইরান। তবে আলোচনার আগেই সৌদি আরব থেকে ঘোষণা দেওয়া হয়েছে আসাদকে ক্ষমতা থেকে বাদ দেওয়া ছাড়া কোনো সমাধানে পৌঁছানো সম্ভব নয় এবং ইরানকে তা  মেনে নিতেও আহ্বান জানিয়েছে। আলোচনার প্রাক্কালে জাতিসংঘ মহাসচিব বান কি মুন সংকট সমাধানে বিশ্ব শক্তিসমূহের প্রতি নেতৃত্ব-সুলভ এবং নমনীয় আচরণ প্রদর্শনের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, নিজেদের কথা ভেবে আলোচনা দীর্ঘায়িত করলে, সিরিয়া এবং বিশ্ববাসীর ভোগান্তি বাড়বে। আলোচনায় অংশ নেওয়া দেশগুলোর মধ্যে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানি, রাশিয়া আর ফ্রান্সের মতো বিশ্বশক্তি যেমন আছে, তেমনি থাকছে তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব আর সিরিয়ার বিবদমান বিভিন্ন পক্ষও।

বৈঠকের আগে অবশ্য আলাদাভাবে বসেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি ও ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাভাদ জারিফ। তবে যুক্তরাষ্ট্র এবং এর মিত্ররা বলছে, সমাধানের কোনো অংশেই আসাদ থাকতে পারবে না। তাদের অভিযোগ আসাদের কারণে চার বছর ধরে চলা সিরিয়ার সহিংসতায় আড়াই লাখের বেশি মানুষ প্রাণ হারিয়েছে। এ ছাড়া  দেশটির মোট জনগণের অর্ধেক মানুষ নিজেদের বাসস্থান  ছেড়ে যেতে বাধ্য হয়েছেন। আর এ কারণে তারা চায় না  যে ভবিষ্যতে সিরিয়ায় আসাদের কোনো ভূমিকা থাকুক। তবে রাশিয়া যুক্তরাষ্ট্রের এই আহ্বানের বিরোধিতা করে বলেছে আসাদের সমর্থন ছাড়া যুক্তরাষ্ট্র সেখানে হামলা চালাক এটা কোনোভাবেই তারা মেনে নিচ্ছে না ও নেবে না। আসাদকে ক্ষমতায় রেখে সমস্যা সমাধানের পদ বের করারও আহ্বান জানিয়েছে রাশিয়া। বিবিসি।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর