শনিবার, ৩১ অক্টোবর, ২০১৫ ০০:০০ টা

মিয়ানমারে নির্বাচনী মিছিলে হামলা

মিয়ানমারে বিরোধীদলের একটি নির্বাচনী মিছিলে ছুরি ও তলোয়ার নিয়ে এক ব্যক্তি হামলা চালিয়েছেন। দেশটিতে অনুষ্ঠিতব্য ঐতিহাসিক নির্বাচনের মাত্র এক সপ্তাহ আগে এ ঘটনা ঘটল। বিবিসি বলছে, ইয়াঙ্গুনে ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসির (এনএলডি) মিছিলে এ হামলাটি চালানো হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বৃহস্পতিবার থাকেতা পৌর এলাকায় এনএলডির ওই মিছিলে বেশ কয়েকজন মানুষ হামলা চালায়। তাদের কারো কারো হাতে তলোয়ার ছিল। ২৫ বছরের মধ্যে দেশটিতে প্রথমবারের মতো অবাধ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে ৮ নভেম্বর। এদিকে মিয়ানমারে সংখ্যালঘু মুসলিম এবং অভিবাসীদের ভোটার করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে জাতিসংঘের তদন্তকারী দল। বিবিসি।

সর্বশেষ খবর