শনিবার, ৩১ অক্টোবর, ২০১৫ ০০:০০ টা

রাশিয়াকে সুপারপাওয়ার’ মানতে নারাজ যুক্তরাষ্ট্র

১৯৯০ সালের আগে পৃথিবী মূলত দুটি ক্ষমতাবান বা সুপারপাওয়ারে বিভক্ত ছিল। স্নায়ুযুদ্ধের অবসানের পর গত দুই যুগ বিশ্বে একক ক্ষমতার অধিকারী হয়ে যায় যুক্তরাষ্ট্র। ১৯৯০ সালে সোভিয়েত ইউনিয়ন ভেঙে খান খান হয়ে যায়। এরপর গড়িয়ে গেছে আড়াই দশক। কিন্তু হঠাৎ করেই রাশিয়া ফের তার শক্তির জানান দিতে ভিন্ন দেশে বিশেষ করে সিরিয়ায় যুদ্ধ পরিচালনা করছে। এরমধ্যে ইউক্রেনের অনেক এলাকা নিজেদের দখলে নিয়েছে। কিন্তু এ অবস্থায় যুক্তরাষ্ট্র গতকাল হোয়াইট হাউজ থেকে ঘোষণা করা হয়েছে রাশিয়া সুপারপাওয়ার নয়। হোয়াইট হাউজের দাবি, রাশিয়ার অর্থনৈতিক অবস্থা বেশ খারাপ। সোভিয়েত ইউনিয়নের পতনের পর তাদের রাজনৈতিক ক্ষমতাও তলানিতে। ফলে রাশিয়া আর কোনো সুপারপাওয়ার নয়। ইউক্রেনের উপর রাশিয়ার ‘আক্রমণ’ নিয়ে প্রথম থেকেই সরব আমেরিকা। তার সঙ্গে যোগ হয়েছে সম্প্রতি সিরিয়ায় আসাদের সমর্থনে রাশিয়ার বিমানহামলা। বিবিসি।

সর্বশেষ খবর