শনিবার, ৩১ অক্টোবর, ২০১৫ ০০:০০ টা

গরুর মাংস নিয়ে নিবন্ধ ছাপায় সম্পাদক বরখাস্ত

কলকাতা প্রতিনিধি

গরুর মাংস নিয়ে নিবন্ধ ছাপায় সম্পাদক বরখাস্ত

ভারতের হরিয়ানা রাজ্যের একটি সরকারি সাময়িকীতে গরুর মাংস খাওয়ার স্বাস্থ্যগত সুফল নিয়ে একটি নিবন্ধ ছাপানোর কারণে ওই সাময়িকীর সম্পাদককে বরখাস্ত করা হয়েছে। বিজেপিশাসিত ওই রাজ্যের আইনে গরু জবাই করা নিষিদ্ধ এবং গরুর মাংস বিক্রি দণ্ডনীয় অপরাধ। হরিয়ানা রাজ্যের শিক্ষা বিভাগের একটি ম্যাগাজিন ‘শিক্ষা সারথি’তে এক নিবন্ধে লেখা হয়েছিল গরুর মাংস খাদ্য থেকে খনিজ পদার্থ আয়রন পাওয়ার সবচেয়ে ভালো উৎস। রাজ্যের শিক্ষামন্ত্রী রাম বিলাস শর্মাকে উদ্ধৃত করে ওই নিবন্ধ ছাপার কারণে পত্রিকার সম্পাদক দেবযানী সিংকে বৃহস্পতিবার বরখাস্ত করা হয়েছে।

সর্বশেষ খবর