শনিবার, ৩১ অক্টোবর, ২০১৫ ০০:০০ টা
অ ন্য খ ব র

কঙ্কাল গির্জা

কঙ্কাল গির্জা

গির্জা বলতে চোখে ভাসে ধর্মীয় আবহ, প্রার্থনা। কিন্তু সেই গির্জা যদি হয় কঙ্কালের তা হলে কেমন হয়। হ্যাঁ সত্যিই এ ধরনের একটি গির্জার সন্ধান পাওয়া গেছে ইউরোপের চেক রিপাবলিকে। সেখানে একটি গির্জা রয়েছে। যেখানে প্রবেশ মুখেই রাখা হয়েছে সারি সারি মানুষের মাথার খুলি। ভিতরে ঢুকলেই সিলিংয়ে লাইন দিয়েছে ঝুলছে

ফিমার বোন। আশপাশে সবখানেই হাজার হাজার হাড়গোড়। চেক রিপাবলিকের সেডলকের একটি গির্জা এটি। যা সাজানো হয়েছে ৪০ হাজার মানুষের হাড়গোড় দিয়ে। চার্চের দেওয়াল, সিলিং পুরোটাই সাজানো হয়েছে এই হাড় গাড্ডি দিয়ে। আর এই গির্জাই এখন অ্যাডভেঞ্চার প্রিয় মানুষের অন্যতম আকর্ষণ।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর