সোমবার, ২ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

রুশ বিমান বিধ্বস্তের কারণ নিয়ে রহস্য

আইএসের দাবি নাকচ

রাশিয়ার যাত্রীবাহী বিমান ভূপাতিত করা সংক্রান্ত জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) দাবি নাকচ করেছে মিসর। গতকাল বিবিসি অনলাইনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। তবে বিমান বিধ্বস্ত নিয়ে রহস্য থেকেই গেল। তদন্ত না হওয়া পর্যন্ত বিধ্বস্তের কারণ আপাতত যানা যাচ্ছে না। মিসরের প্রধানমন্ত্রী বলেছেন, সিনাই উপত্যকার পাহাড়ি এলাকায় শনিবার রাশিয়ার যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হওয়ার পেছনে প্রযুক্তিগত ত্রুটি থাকতে পারে। মিসরে আইএসের সঙ্গে সম্পৃক্ত একটি জঙ্গিগোষ্ঠী এক টুইটার বার্তায় ওই বিমানটি ভূপাতিত করার দাবি করেছে। এই দাবি নাকচ করে মিসরের প্রধানমন্ত্রী শরিফ ইসমাইল বলেন, কোগালিমাভিয়া এয়ারলাইনসের ভাড়া করা এয়ারবাসটি (এ-৩২১) যে উচ্চতা দিয়ে উড়ছিল, তাতে সেটিকে ভূপাতিত করা সম্ভব নয় বলে বিশেষজ্ঞরা নিশ্চিত করেছেন। রাশিয়ার পরিবহনমন্ত্রী ম্যাকসিম সকলভ বলেছেন, আইএসের দাবি সংক্রান্ত প্রতিবেদন সত্য হিসেবে বিবেচনা করা যায় না। বিমানটিকে যে হামলার লক্ষ্যবস্তু করা হয়েছিল, তার কোনো প্রমাণ  মেলেনি। বিমানটি বিধ্বস্ত হয়ে ২২৪ আরোহী নিহত হওয়ার ঘটনাটি তদন্ত করা হচ্ছে। কর্মকর্তারা জানিয়েছেন, বিমানটির ‘ব্ল্যাকবক্স’ বিশ্লেষণের জন্য পাঠানো হয়েছে। মিসরের নেতৃত্বাধীন তদন্তে রাশিয়া ও ফ্রান্সের তদন্তকারীরা যোগ দিয়েছেন। ইতিমধ্যে  মিসরে  পৌঁঁছেছেন রাশিয়ার পরিবহনমন্ত্রীসহ উচ্চপর্যায়ের তদন্তকারীদের একটি দল।  বিবিসি।

সর্বশেষ খবর