বুধবার, ৪ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

নাশকতার ইঙ্গিত যুক্তরাষ্ট্রেরও

রুশ বিমান দুর্ঘটনা

মিসরের সিনাইতে ২২৪ জন আরোহী নিয়ে রাশিয়ার বিমানটি কেন বিধ্বস্ত হলো, তা নিয়ে নানা মতামত দেওয়া হচ্ছে। এরমধ্যে গতকাল যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে দাবি করা হয়েছে, বিমানটি বিধ্বস্ত হওয়ার আগে বিমানটিতে গরম কোনো বস্তুর ঝলকানি ছিল। পেন্টাগণের পক্ষ থেকে দাবি করা হয়েছে, মহাশূন্যে তাদের এক অতি লোহিত স্যাটেলাইটে ওই দৃশ্য ধরা পড়েছে। যেটি বিমানটির তেলের ট্যাঙ্কির বিস্ফোরণ বা বিমানের ভিতরে থাকা কোনো বোমার বিস্ফোরণ হতে পারে। একই স্যাটেলাইটের আরেকটি ছবিতে ধরা পড়েছে বিমানটি কোনো ক্ষেপণাস্ত্রের আঘাতে ধ্বংস হয়েছে। তবে ওই বিমান কোম্পানিটির তরফে ঊর্ধ্বতন কর্মকর্তা দাবি করেছেন, বাইরের কোনো প্রভাবে বিমানটি বিধ্বস্ত হয়েছে। যান্ত্রিক ত্রুটির কারণে এই দুর্ঘটনার সম্ভাবনা নাকচ করে দিয়েছেন ওই কর্মকর্তা। তিনি বলেছেন, বাইরের কোনো বস্তুর সঙ্গে সংঘর্ষ ছাড়া এই দুর্ঘটনা সম্ভব নয়।

এদিকে বিমানটি ধ্বংসে আইএসের দাবিকে নাকচ করে দিয়েছেন মিসরের প্রেসিডেন্ট আবদুল ফাত্তাহ আল সিসি। তিনি বলেছেন, ইসলামিক স্টেট রুশ বিমান ধ্বংস করেছে বলে যে দাবি করছে তা আসলে ‘মিথ্যে প্রচারণা’। বিবিসি।

 

সর্বশেষ খবর