শনিবার, ২১ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

আসাদকে নিয়ে টানাপড়েন ওবামা-পুতিন

দীর্ঘদিন ধরে চলা সিরিয়ার গৃহযুদ্ধের সমাপ্তি ঘটাতে বাশার আল আসাদকে ক্ষমতা ছাড়তে বললেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। বৃহস্পতিবার এক বিবৃতিতে ওবামা বলেছেন, বাশার আল আসাদ ক্ষমতা না ছাড়লে সিরিয়ার গৃহযুদ্ধ কখনোই থামানো যাবে না। এদিকে, আসাদকে সামরিক সহযোগিতা দেওয়ার আহ্বান জানিয়ে জাতিসংঘে একটি প্রস্তাব পেশ করেছে রাশিয়া। দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমের পুতিনের বক্তব্য বাশারকে ক্ষমতার বাইরে রেখে সিরিয়ায় শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়। প্রেসিডেন্ট বাশারও নিজের অবস্থান সম্পর্কে খোলাসা করেছেন। ইতালির একদল প্রতিনিধির সঙ্গে সাক্ষাতের সময় তিনি বলেন, তার দেশ কে চালাবে সেটা নির্বাচন করবে দেশটির জনগণ। পশ্চিমা ইন্ধনে জঙ্গিরা তার দেশে দানা বেঁধেছে। এএফপি।

সর্বশেষ খবর