শনিবার, ২৮ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

প্যারিসে নিহতদের শ্রদ্ধা ভালোবাসায় স্মরণ

প্যারিসে ভয়াবহ সন্ত্রাসী হামলায় নিহতদের গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করল ফ্রান্সবাসী। একইসঙ্গে আরও বেশি সংগীত, ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান করে হামলাকারীদের জবাব দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছে দেশটির সরকার। গতকাল প্যারিসের কেন্দ্রস্থলে সামরিক হাসপাতালের কাছে তাদের স্মরণে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে অংশ নেন প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদসহ সর্বস্তরের হাজারো মানুষ। অংশ নেন হামলায় আহত ও নিহতদের স্বজনেরাও।

স্মরণানুষ্ঠানের শুরুতেই এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর নিহতদের প্রত্যেকের নাম বলে স্মরণ করা হয়। অনুষ্ঠানে প্রেসিডেন্ট ওলাঁদ বলেন, ফ্রান্স সশস্ত্র এই অন্ধবিশ্বাসীদের নিশ্চিহ্ন করতে সাধ্যের সবকিছুই করবে। এ দেশ তার সন্তানদের সুরক্ষায় নিরলসভাবে কাজ করবে। এএফপি।

সর্বশেষ খবর