শুক্রবার, ১১ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

আমেরিকার মুসলমানরা কি আতঙ্কে বসবাস করছেন?

বিবিসির প্রতিবেদন

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের হয়ে পদপ্রত্যাশী ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আমেরিকায় মুসলমানদের প্রবেশ বন্ধ করে দেওয়া উচিত। কিন্তু এই বক্তব্যকে আমেরিকার মুসলমানরা কীভাবে দেখছেন? এখন তারা কী ভাবছেন? তা নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে বিবিসি। প্রতিবেদনে নানাজনের মতামত নেওয়া হয়েছে। তাতে বাসিম আব্বাসি নামের একজন বলছেন, আমেরিকানরা ট্রাম্পের চেয়ে ভালো। অন্যদিকে সারাহ আলী নামের আরেকজন আমেরিকান মুসলিম বলছেন, আমেরিকা হচ্ছে শ্বেতাঙ্গ ধনী মানুষের জন্য স্বাধীনতা। অনেকে এই বক্তব্যকে হালকাভাবে নিলেও এর সম্ভাব্য প্রভাবের আশঙ্কায় বেশ আতঙ্কগ্রস্ত তারা। আধুনিক আমেরিকায় একজন রাজনীতিকের মুসলিমবিদ্বেষী বক্তব্য অনেকে রীতিমতো চমকে উঠেছেন। শফিক খান নামের একজন আমেরিকানের মতে, ‘আমেরিকা ষাটের দশকে ফিরে যাচ্ছে।’ একজন বলেন, ‘আমি আগে মুসলমান তারপরে আমেরিকান।’ মুসলমানবিদ্বেষী বক্তব্যের পরেও আমেরিকা ছেড়ে যাওয়ার ইচ্ছা তাদের নেই। এদিকে আমেরিকায় মুসলমানদের প্রবেশ নিষিদ্ধ করার বিষয়ে ট্রাম্পের বক্তব্য মার্কিন নিরাপত্তার জন্য হুমকি তৈরি করতে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে। পেন্টাগন সতর্ক করে দিয়েছে যে এ ধরনের বক্তব্য মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটকে উসকে দিতে পারে।

সর্বশেষ খবর