সোমবার, ১৪ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

দাউদ পাকিস্তানে : ইমরান

দাউদ পাকিস্তানে : ইমরান

আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিম। তাকে নিয়ে ভারতে কম রাজনীতি হয় না। তবে ভারত সর্বদাই অভিযোগ করে আসছে ভারতের এই প্রধান শত্রুকে লালন করে পাকিস্তান। এরই মধ্যে বোমা ফাটানোর মতো মন্তব্য করে বসলেন পাকিস্তানের বিরোধীদলীয় নেতা ও এক সময়ের ক্রিকেট মহাতারকা ইমরান খান। তিনি বলেছেন, পাকিস্তানেই থাকতে পারে মাফিয়া ডন দাউদ ইব্রাহিম। ভারতের মোস্ট ওয়ান্টেড দাউদ সম্পর্কে ইমরান এ মত দিয়েছেন খোদ ভারত সফরে এসেই।  ইমরানের এ মন্তব্যে পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের অস্বস্তি বাড়বে বলে বিশ্লেষকদের মতো। 

তেহরিক ই ইনসাফ (পিটিআই) পার্টি প্রধান ইমরানের কাছে ভারতের একটি সংবাদসংস্থা দাউদ ঠিক কোথায় আছে তা জানতে চেয়েছিলেন। এর উত্তরেই তিনি ওই মন্তব্য করেন। বলেন, ‘আমি সরকারে নেই। সুতরাং দাউদের হদিস জানি না। তবে এটুকু বলতে পারি, আমাদের দল পাকিস্তানের যে অঞ্চলে শাসন করে, সেই খাইবার পাখতুনখোয়ায় উনি নেই। দাউদ সম্পর্কে প্রশ্ন থাকলে তা শরিফ সরকারকে করা উচিত।’ ইমরানের বক্তব্যের প্রতিক্রিয়ায় এখনো আনুষ্ঠানিকভাবে কোনো বিবৃতি দেয়নি নওয়াজ সরকার। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, প্রতিপক্ষ শরিফের উদ্দেশ্যে ইমরানের এই খোঁচা ভারতের পক্ষেও তাত্পর্যপূর্ণ। তবে কূটনীতিকদের একাংশ মনে করছেন, ইমরানের মতো একজন পাকিস্তান রাজনীতিক ভারতে দাঁড়িয়ে দাউদ প্রসঙ্গে যা বলেছেন, তা শরিফ সরকারের ঘোষিত অবস্থানকেই প্রশ্নের মুখে  ফেলে দিল। কারণ নওয়াজ শরিফের সরকার বরাবরই বলে আসছে দাউদ পাকিস্তানে নেই। অনলাইন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর