সোমবার, ১৪ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

সৌদিতে প্রথম নারী কাউন্সিলর নির্বাচিত

নারীদের নিয়ে রক্ষণশীল সৌদি আরবে অবশেষে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে এক নারী নির্বাচিত হয়েছেন। দেশটিতে সেটি ছিল পৌর নির্বাচন। শনিবার ওই নির্বাচন  হয়। নির্বাচনকে ঐতিহাসিক হিসেবে বর্ণনা করা হচ্ছে। কারণ, সৌদিতে অতিরক্ষণশীল ইসলামী শাসনব্যবস্থায় দেশটির নারীরা এই প্রথম ভোটার ও প্রার্থী হওয়ার সুযোগ পেয়েছেন। দেশটির নির্বাচন কর্তৃপক্ষ জানিয়েছে, বিজয়ী নারী কাউন্সিলরের নাম সালমা বিনতে হিজাব আল-ওতেইবি। তিনি মক্কা প্রদেশের একটি আসনে জয় পেয়েছেন। নির্বাচনে ৯৭৮ জন নারী প্রতিদ্বন্দ্বিতা করেন। আর এই লড়াইয়ে পুরুষ প্রার্থীর সংখ্যা ৫ হাজার ৯৩৮ জন। এএফপি।

সর্বশেষ খবর