বৃহস্পতিবার, ১৭ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

ডোনাল্ড ট্রাম্পকে একহাত নিলেন জেব বুশও

ডোনাল্ড ট্রাম্পকে একহাত নিলেন জেব বুশও

জেব বুশ

যুক্তরাষ্ট্রের আগামী প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টি থেকে মনোনয়নপ্রত্যাশী নয়জন। এই প্রার্থীরা মঙ্গলবার বছরের শেষ দলীয় বিতর্কে অংশ নিয়েছেন। তবে সেই বিতর্কের অনেকটা অংশজুড়েই কথা ওঠে জঙ্গি সংগঠন আইএসকে নিয়ে। মুসলিমদের নিয়েও তারা কথা বলেন। বিতর্কে মনোনয়নপ্রত্যাশীরা আইএসকে পরাজিত করতে নিজেদের ধারণার কথা তুলে ধরেন। এ ছাড়া অভিবাসন, আইএস দমনে প্রেসিডেন্ট বারাক ওবামার ব্যর্থতার কথাও বিতর্কে উঠে আসে। সিএনএন প্রচারিত রিপাবলিকান পার্টির  বিতর্কটি লাসভেগাস থেকে সরাসরি সম্প্রচার করা হয়। প্রার্থীরা উত্তপ্ত বক্তব্য ও বিতর্কে একে অপরকে ধরাশায়ী করার চেষ্টা চালান। আলোচিত দুই প্রার্থী ডোনাল্ড ট্রাম্প এবং জেব বুশ মুসলমানদের যুক্তরাষ্ট্রে ঢোকার নিষেধাজ্ঞার বিষয় নিয়ে উত্তপ্ত বাক্য বিনিময় করেছেন। বিতর্কে মুসলমানদের যুক্তরাষ্ট্রে প্রবেশের ওপর সাময়িক নিষেধাজ্ঞা আরোপের পূর্ব ঘোষণা আবারও ব্যক্ত করেন ডোনাল্ড ট্রাম্প। জেব বুশ বলেন, এ ধারণা সমস্যা সমাধানের  কোনো উপায় হতে পারে না। তিনি ট্রাম্পের এ ধারণাকে অলীক এবং ‘পাগলামি’ চিন্তা বলে মন্তব্য করেন। বিতর্কে বেশ কয়েকবারই জেব বুশ এবং ডোনাল্ড ট্রাম্প উত্তপ্ত বাক্য বিনিময়ে জড়িয়ে পড়েন। একপর্যায়ে ডোনাল্ড ট্রাম্প বলেন, বিতর্কের শুরু থেকেই জেব বুশ তাকে লক্ষ্য করে বক্তব্য রাখছেন। জবাবে জেব বুশ বলেন, এতো তাড়াতাড়ি চটলে তো চলবে না। মার্কিন প্রেসিডেন্ট হতে হলে আরও শক্ত বক্তব্য মোকাবিলা করার হিম্মত থাকতে হবে। জেব বুশের উদ্দেশ্যে ট্রাম্প বলেন, জেব, তুমি শক্ত মানুষ ঠিকই, তবে জনমত জরিপে আমি যখন ৪২ শতাংশ, তোমার অবস্থান মাত্র তিন শতাংশে। সিএনএন।

সর্বশেষ খবর