বৃহস্পতিবার, ১৭ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

মুসলিমবিরোধী মনোভাব পুঁজি করে ‘ট্রাম্প’ করতে চায় ডোনাল্ড ট্রাম্প

আগামী বছরের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগে দেশটির একজন ধনকুবের ও বর্তমান বিরোধী দল রিপাবলিকান দলের হয়ে মনোনয়ন প্রত্যাশী ডোনাল্ড ট্রাম্প নতুন মাত্রা যুক্ত করেছেন, আর তা হলো মুসলিমবিরোধী মনোভাব। এই মনোভাবকে পুঁজি করে এগোতে চাচ্ছেন এই রাজনীতিক। গত মাসে প্যারিসে সন্ত্রাসী হামলার পর থেকেই ট্রাম্প একের পর এক তার মুসলিমবিদ্বেষী বক্তব্য দিয়ে আসছেন। এর আগে তিনি আমেরিকার সব মুসলিমের তালিকাভুক্তি, মসজিদে নজরদারি প্রতিষ্ঠা এবং দরকার হলে মসজিদ বন্ধ করে দেওয়ারও প্রস্তাব করেছিলেন। সিরিয়া থেকে আসা কোনো মুসলিম উদ্বাস্তুকে আশ্রয়  দেওয়ার বিরুদ্ধেও কথা বলেন তিনি। সর্বশেষ বলেছেন, তিনি মুসলিমদের আমেরিকায় প্রবেশ করতে নিষেধাজ্ঞা জারি করতে চান। অথচ দেশটিতে প্রায় সোয়া তিন কোটি মুসলমানের বসবাস। দেশটির হেনো কোনো শহর নেই যেখানে মুসলমান নেই। এদিকে কিছু দিন আগেই রাজনীতিতে নামার ইচ্ছার কথা জানিয়েছিলেন প্রখ্যাত মার্কিন অভিনেতা উইল স্মিথ। এবার বললেন, প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প হয়তো তাকে প্রেসিডেন্ট হওয়ার লড়াইয়ে নামতে বাধ্য করবেন। এএফপি, বিবিসি।

সর্বশেষ খবর