বৃহস্পতিবার, ১৭ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা
অন্য খবর

ফটোগ্রাফার যখন কাঠবিড়ালি

ফটোগ্রাফার যখন কাঠবিড়ালি

মানুষ সাধারণত শখের বশে নিজেদের প্রিয় মুহূর্তের স্মৃতিগুলো ধরে রাখতে ছবি তুলে থাকে। তাই বলে এবার ছবি তোলার কাজে কাঠবিড়ালি!  সম্প্রতি পশ্চিম রাশিয়ার ভরনেঝ অঞ্চলে এমনই অদ্ভুত এক ঘটনা ঘটেছে।  সেখানে ডিজিটাল ক্যামেরায় ছবি তুলতে দেখা গেছে একটি কাঠবিড়ালিকে। একটি বনের মধ্যে ক্যামেরা স্ট্যান্ড করা অবস্থায় পাওয়ার পর সেটি দিয়ে তার পাখি বন্ধুদের ছবি ধারণের চেষ্টা করছে কাঠবিড়ালিটি। অবশ্য কাঠবিড়ালিকে ছবি তোলার কাজে সহায়তা করেছেন রাশিয়ান ফটোগ্রাফার ভাদিম ক্রুনভ। একটি স্ট্যান্ডে ক্যামেরা সেট করে আশপাশের প্রাণীদের অবস্থা দেখার জন্য দূরে অবস্থান করছিলেন তিনি।

সর্বশেষ খবর