সোমবার, ২১ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

বোমাতঙ্কে এয়ার ফ্রান্সের বিমানের জরুরি অবতরণ

মরিশাস থেকে প্যারিস যাওয়ার পথে বোমা হামলার শঙ্কায় কেনিয়ায় জরুরি অবতরণ করেছে এয়ার ফ্রান্সের একটি যাত্রীবাহী বিমান। গতকাল বোয়িং-৭৭৭ সিরিজের বিমানটি কেনিয়ার মোমবাসায় মোই আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করে। এদিন আন্তর্জাতিক সময় রাত ১টায় এটি মরিশাস ত্যাগ করে। কোনো যাত্রাবিরতি ছাড়াই এটি প্যারিসের চার্লস দ্য গল বিমানবন্দরে পৌঁছানোর কথা। প্লেনটিতে ৪৫৯ জন যাত্রী ও ১৪ জন ক্রু রয়েছেন। কর্তৃপক্ষ জানিয়েছে, প্লেনটির টয়লেটে সন্দেহজনক একটি প্যাকেজ পাওয়া যাওয়ায় এর ক্যাপ্টেন মোমবাসায় অবতরণের অনুমতি চায়। কেনিয়া পুলিশের মুখপাত্র চার্লস ওবিনো জানিয়েছেন, প্লেনটি নিরাপদে অবতরণ করার পর সন্দেহজনক প্যাকেটটি বোমা বিশেষজ্ঞরা উদ্ধার করেছেন। এএফপি।

সর্বশেষ খবর