শুক্রবার, ২৫ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

নাইজেরিয়ায় ‘৩০০ শিয়ার’ গণকবরের সন্ধান

সম্প্রতি নাইজেরিয়ার উত্তরাঞ্চলীয় শহর জারিয়ায় সেনাবাহিনীর চালানো এক আক্রমণে অন্তত ৩০০ শিয়া মুসলিম নিহত হয়েছেন। মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ) বলেছে, হত্যার পর নিহতদের দ্রুততার সঙ্গে কবর দেয় নাইজেরীয়  সেনাবাহিনী। লাশগুলো কবর দেওয়ার সময় নিহতদের পরিবারের অনুমতিও নেওয়া হয়নি। বিবিসি জানায়, নাইজেরীয় সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল রাবি আবুবকর অভিযোগ অস্বীকার করে ‘সেনাবাহিনী কাউকে হত্যা করেনি’। এই হত্যাকাণ্ডের খবর প্রকাশ হওয়ার পর বিশ্বব্যাপী শিয়াদের মধ্যে প্রতিক্রিয়া দেখা দেয়। প্রভাবশালী শিয়া মুসলিম রাষ্ট্র ইরান নাইজেরীয় শিয়াদের নিরাপত্তা দেওয়ার আহ্বান জানিয়েছে। নাইজেরীয় সেনাবাহিনীর প্রকাশিত তালিকায় এ ঘটনাটির কোনো উল্লেখ নেই জানিয়ে প্রকৃতপক্ষে কী ঘটেছে তা  বের করতে স্বাধীন বিচার বিভাগীয় তদন্তের আহ্বান জানিয়েছে এইচআরডব্লিউ। তদন্তের জন্য নাইজেরীয় সরকারের গঠিত একটি তদন্ত কমিটিকে ‘সরকার প্রভাবিত হতে পারে’ মন্তব্য করে প্রত্যাখ্যান করেছে শিয়ারা। বিবিসি

সর্বশেষ খবর