শুক্রবার, ২৫ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

অন্য খবর

বানর চালাল বাস

উত্তর ভারতের বারেইলি শহরের এক বাসস্ট্যান্ডে অপেক্ষারত যাত্রীরা হঠাত্ দেখতে পেলেন একটি বাস এগিয়ে আসছে তাদের দিকে। বাসটির চালকের আসনে কোনো মানুষ বসে নেই। সুযোগ পেয়ে এক বানর বাসটি স্টার্ট দিয়ে নেমে যাওয়ার আগে ঠেলে দিয়েছে গিয়ারও, এমনই সংবাদ প্রকাশ করা হয়েছে বিবিসিতে। ফলে চালক ছাড়াই এগোতে শুরু করে বাসটি। অবশ্য বড়  কোনো দুর্ঘটনা ছাড়াই শেষ পর্যন্ত থামানো যায় বাসটিকে। জানা গেছে, বাস ছাড়ার সময় হতে আধ ঘণ্টা বাকি আছে দেখে চালক পেছনের অংশের আসনে শুয়ে ঘুমামিয়ে পড়েন। এই সুযোগে এক দুষ্টু বানর উঠে বসে চালকের আসনে। বানরটি চাবি ঘুরিয়ে বাসটির ইঞ্জিন চালু করে দেয়।

 

আয়ু ১০০ বছর!

দিন যত বাড়ছে অনেক দেশেই কিন্তু মানুষের গড় আয়ু কমছে না বরং বাড়ছে। এরমধ্যেই যদি আপনার বয়স ১০০ বছর হওয়ার নিশ্চয়তা পাওয়া যায় তাহলে কেমন হয়? হ্যাঁ, সত্যিই বিজ্ঞানীরা এমন কিছু ক্লু পেয়েছেন যে আপনি অনায়াসে ১০০ বছর বাঁচতে পারবেন। দীর্ঘজীবী হওয়ার রহস্য সামনে এনেছেন তারা। প্লাস জেনেটিক জার্নালে সম্প্রতি দীর্ঘজীবী হওয়ার এই উপায় নিয়েই কথা বলেছেন বিজ্ঞানীরা। তারা বলছেন, বায়োলজিক্যাল এজিং, অটো ইমিউনিটি, অ্যালজেইমার— এই তিনটি বিষয়ের ওপরই নির্ভর করে আপনি ১০০ বছরের বেশি বাঁচবেন, না কি কম।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর