শুক্রবার, ২৫ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

প্রাণিজগেক সমৃদ্ধ করেছে এরা

পৃথিবী থেকে শুধু প্রাণী বিলুপ্তই হচ্ছে না, সৃষ্টি হচ্ছে নতুন নতুন জীবেরও। বছর শেষ হতে চলল। চলতি বছর প্রাণিজগতের মধ্যে বেশ কয়েকটি নতুন প্রজাতির সন্ধান পাওয়া গেছে। সেটা হিমালয় থেকে শুরু করে আটলান্টিক মহাসাগরের তলদেশেও। মজার ব্যাপার হচ্ছে গবেষকরা চারটি মহাদেশে সমীক্ষা চালিয়ে প্রায় ১৮ হাজার প্রজাতির সন্ধান পেয়েছেন। তাদের মধ্যে সেরা প্রজাতিকে একঝলক দেখে নেওয়া যাক এই গ্যালারিতে।

প্রাণিজগেক সমৃদ্ধ করেছে এরা

সমুদ্রের নিচে জ্যামিতিক নকশায় পারদর্শী টার্কিজেনার অ্যালবোমাকিউলিসাস

ক্রিস্টামাইন ব্রোমেলিয়াত : ৫ ফুট উঁচু গাছটি মেক্সেকোয় পাওয়া গেছে

জায়ান্ট ওয়াকিং স্টিক: সরু কাঠির মতো দেখতে, প্রায় দুই ফুট লম্বা

রুল ব্রেকিং ফ্রোগ

এরা সরাসরি বাচ্চার জন্ম দেয়।

ফিদার্ড চিকেন ডায়নোসর

উত্তর আমেরিকায় পাওয়া গেছে

বোন হাউস ওয়াস্প

চীনে পাওয়া গেছে

 

দ্য এক্স ফাইনা

বহু কোষীয় প্রাণী

 

কার্ট হুইলিং স্পাইডার

সাহারা মরুভমিতে পাওয়া গেছে

 

বালানোফারা কোয়ালিফর্মিস

এক ধরনের পরজীবী

সর্বশেষ খবর