শুক্রবার, ২৫ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

সৌদি হাসপাতালে আগুন ২৫ রোগীর মৃত্যু

আগুনে পুড়ে ছাই হয়ে গেল সৌদি আরবের একটি হাসপাতাল। অসহায় অবস্থায় হাসপাতালের বেডে শুয়ে জীবন্ত দগ্ধ হলেন রোগীরা। অন্তত ২৫ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে সৌদি প্রশাসন। দগ্ধ হয়েছেন আরও অন্তত ১০৭ জন। তবে হতাহতদের মধ্যে কোনো বাংলাদেশি নেই বলে জানা গেছে। সৌদি আরবের দক্ষিণাংশে জাজান শহরের একটি হাসপাতালে এই অগ্নিকাণ্ড হয়। দমকল ও সিভিল ডিফেন্সের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছেন। তবে হাসপাতালে ততক্ষণে এতটাই আগুনের তীব্রতা বেড়ে যায় যে, সারা রাত চেষ্টার পর পরিস্থিতি কিছুটা আয়ত্তে আসে। জাজান শহরটি ইয়েমেন সীমান্তের কাছে অবস্থিত। ইয়েমেনের একটি বিদ্রোহী গোষ্ঠীর সঙ্গে সৌদি সেনাদের মাঝে মধ্যেই সংঘর্ষ হয় জাজানে। গত সপ্তাহেও বিদ্রোহীদের ছোড়া রকেট প্রতিহত করেছিল সৌদি আরবের সেনাবাহিনী। জাজানের হাসপাতালের আগুন সে রকম কোনো রকেট হামলা থেকে লেগেছে কিনা খতিয়ে দেখা হচ্ছে।

বিবিসি অনলাইনের প্রতিবেদনে বলা হয়, সৌদি আরবের  বেসামরিক প্রতিরক্ষা সংস্থা টুইটারে জানিয়েছে, হাসপাতালের আগুন নেভানো হয়েছে। আগুনের কারণ অনুসন্ধানে তদন্ত চলছে। এএফপি, বিবিসি

সর্বশেষ খবর