রবিবার, ১৭ জানুয়ারি, ২০১৬ ০০:০০ টা

ভেনেজুয়েলায় অর্থনৈতিক জরুরি অবস্থা

ভেনেজুয়েলার সরকার শুক্রবার দেশজুড়ে ৬০ দিনের জন্য অর্থনৈতিক জরুরি অবস্থা ঘোষণা করেছে। দেশের স্থবির অর্থনৈতিক পরিস্থিতি উত্তরণে সরকার এ পদক্ষেপ নিল। সরকারি গেজেটে এ তথ্য প্রকাশ করে বলা হয়েছে, সারা দেশে ৬০ দিনের জন্য অর্থনৈতিক জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। দেশটির অর্থমন্ত্রী লুইস সালাস বলেন, এ পদক্ষেপের ফলে জনগণ অর্থনৈতিক যুদ্ধ থেকে রক্ষা পাবে এবং অতি দ্রুত তেলের মূল্য কমা রোধ হবে। এ ডিক্রি বলে দেশটির নির্বাহী শাখা বিশেষ কিছু ক্ষমতাপ্রাপ্ত হবে। ফলে তারা জনগণের কাছে পণ্য ও সেবা পৌঁছে দেওয়ার বিষয়টি নিশ্চিত করতে পারবে। এ ছাড়া এর আওতায় বিশেষ পদক্ষেপের মাধ্যমে কর ফাঁকি রোধ এবং সরকারি ঠিকাদারি কাজের প্রক্রিয়া সহজ করা হবে। জরুরি অবস্থার সময় কিছু পদক্ষেপের ফলে পণ্য আমদানি দ্রুত করা সম্ভব হবে। নির্দিষ্ট কিছু সরকারি ও বেসরকারি কোম্পানিকে তাদের পণ্য উত্পাদন বাড়াতে হবে।  জনগণের মৌলিক চাহিদা মেটানোর জন্য এসব কোম্পানিকে খাদ্য ও প্রয়োজনীয় পণ্য সরবরাহ নিশ্চিত করতে হবে। বিবিসি।

সর্বশেষ খবর