শুক্রবার, ৩ জুন, ২০১৬ ০০:০০ টা

আকাশপথে মানবিক সাহায্যের আহ্বান

সিরিয়া সংকট

দামেস্কের কাছের এলাকা দারায়াতে ২০১২ সালের পর বুধবারই প্রথম কোনো সহযোগিতা পৌঁছেছে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংস্থা রেডক্রস। এদিকে সিরিয়ার অবরুদ্ধ এলাকাগুলোতে আকাশপথে মানবিক সহায়তা দিতে জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছে ফ্রান্স ও ব্রিটেন। দেশ দুটো বলছে সিরিয়ায় জরুরি মানবিক সহায়তা পৌঁছে দেওয়ার জন্য পহেলা জুন পর্যন্ত যে সময় বেঁধে দেওয়া হয়েছিল, কিন্তু আসাদ সরকার এই সময়ে কাজ করতে ব্যর্থ হয়েছে। বুধবার অবরুদ্ধ শহর দারায়ায় কিছু ত্রাণসামগ্রী পৌঁছেছে কিন্তু জাতিসংঘ বলছে তা একেবারেই অল্প। সংস্থাটি বলছে, দারায়ার পরিস্থিতি অত্যন্ত নাজুক। সেখানে চরম খাদ্য সংকট, পানি এবং ওষুধেরও তীব্র সংকট চলছে। বুধবার থেকে ৪৮ ঘণ্টার জন্য যে যুদ্ধবিরতি শুরু হয়েছে, এই বিরতির সুযোগেই দারায়াতে পাঠানো হয়েছে মানবিক সহায়তা। ২০১২ সাল থেকে দেশটির সরকারি বাহিনী শহরটি অবরোধ করে রাখায়, সেখানকার প্রায় ৪ হাজার বাসিন্দা কার্যত মানবেতর জীবনযাপন করছেন। বিবিসি।

সর্বশেষ খবর