শুক্রবার, ৩ জুন, ২০১৬ ০০:০০ টা

সংবিধান সংশোধনে গণভোটের ইঙ্গিত তুর্কি প্রধানমন্ত্রীর

তুরস্কের বর্তমান সংবিধান সংশোধনে প্রয়োজনে গণভোটের ইঙ্গিত দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বাইনালি ইলদিরিম। গতকাল তিনি নিজ দল ক্ষমতাসীন একে পার্টির এক বৈঠকে বিষয়টি নিয়ে কথা বলেন। তিনি বলেন, তুরস্কে প্রেসিডেন্ট পদ্ধতির সরকার ব্যবস্থা প্রবর্তন করতে চায় একে পার্টি। এ জন্য পার্লামেন্টের মাধ্যমে সংবিধান সংশোধনের চেষ্টা করা হবে। কিন্তু পার্লামেন্টে তা পাস না হলে গণভোটের আয়োজন করা হবে। যুক্তরাষ্ট্রের আদলে তুরস্কে প্রেসিডেন্সিয়াল পদ্ধতি চালু করতে চাইছে দেশটির বর্তমান ক্ষমতাসীন দল। বিষয়টি নিয়ে প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ানের সঙ্গে মতভেদের কারণে সদ্যবিদায়ী প্রধানমন্ত্রী আহমেদ দাভুতোগলু পদত্যাগ করেন বলে গুঞ্জন রয়েছে। এএফপি

সর্বশেষ খবর