শুক্রবার, ৩ জুন, ২০১৬ ০০:০০ টা

সন্ত্রাসীদের বিষয়ে তথ্য দেওয়া নেওয়ায় ভারত-যুক্তরাষ্ট্র চুক্তি

সন্ত্রাসীদের বিষয়ে তথ্য দেওয়া-নেওয়ার বিষয়ে চুক্তিতে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র ও ভারত। এ বিষয়ে গতকাল দুই দেশের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। নিজ নিজ দেশের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন ভারতের স্বরাষ্ট্র সচিব রাজীব মহর্ষি এবং ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত রিচার্ড ভের্মা। চুক্তি অনুযায়ী স্ব স্ব দেশের আইন মেনে উভয় পক্ষ পরস্পরকে সন্ত্রাসীদের সম্পর্কে তথ্য সরবরাহ করবে। চুক্তিতে স্বাক্ষরকারী দুই দেশই সন্ত্রাসবাদের মোকাবিলা করছে। আর সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ে পরস্পরকে সহায়তা করছে সন্ত্রাসী সংগঠনগুলো। এদিকে চাবাহার বন্দর নিয়ে ভারতের সঙ্গে ইরানের চুক্তিতে প্রশ্ন তুলেছেন মার্কিন সিনেটররা। ইরান সফরে গিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ওই চুক্তিতে স্বাক্ষর করেন। সিনেটরদের প্রতিক্রিয়ার মুখে এ চুক্তি এবং সম্পূর্ণ প্রকল্পটিকে নজরে রাখা হবে বলে সিনেটরদের আশ্বস্ত করেছে মার্কিন পররাষ্ট্র দফতর। টাইমস অব ইন্ডিয়া।

সর্বশেষ খবর