শনিবার, ৪ জুন, ২০১৬ ০০:০০ টা

জার্মানি-ফ্রান্সে বন্যা ১০ জনের প্রাণহানি

ল্যুভর জাদুঘর বন্ধ

ইউরোপের ফ্রান্স ও জার্মানিতে বন্যা ব্যাপক আকার ধারণ করেছে। এই বন্যায় দুই দেশে অন্তত ১০ জন মারা গেছে। হাজারো মানুষ ঘরবাড়ি ছেড়েছে। উদ্ভূত পরিস্থিতিতে প্যারিসের বিখ্যাত ল্যুভর জাদুঘর গতকাল বন্ধ ঘোষণা করা হয়েছে। কর্মকর্তারা জানান, বন্যার পানি থেকে রক্ষা করতে জাদুঘরের মূল্যবান সামগ্রী তারা সরিয়ে ফেলার কাজ শুরু করেছেন। গত কয়েক দিনের মুষলধারার বৃষ্টিতে ল্যুভর জাদুঘরের পার্শ্ববর্তী সিন নদীর পানি উপচে পড়েছে। নদীর তীরবর্তী প্যারিসের ওরসে জাদুঘর কর্তৃপক্ষও বন্যার ব্যাপারে সতর্ক রয়েছে। জাদুঘরটি বৃহস্পতিবার বন্ধ ঘোষণা করা হয়। জাদুঘরের মূল্যবান শিল্পকর্ম নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। প্যারিসের কর্মকর্তারা জানান, তারা সিন নদীর তীরে জরুরি বন্যানিয়ন্ত্রণ বাঁধ তৈরি করছেন। এদিকে জার্মানিতে বেশ কয়েকটি শহর বন্যায় দারুণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখানে বন্যায় হতাহত ও নিখোঁজের ঘটনা ঘটেছে। ফ্রান্স ও জার্মানির আবহাওয়া বিভাগ সতর্ক করে বলেছে, আগামী ২৪ ঘণ্টায় আরও বৃষ্টির আশঙ্কা করা হচ্ছে। ফ্রান্সে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। ঘোষণা করা হয়েছে জরুরি অবস্থা। বন্যার পানি বাড়তে থাকায় বন্ধ করে দেওয়া হয়েছে বিশ্ব বিখ্যাত ল্যুভর জাদুঘর। গতকাল কর্তৃপক্ষ মিউজিয়ামটি বন্ধ করে দেয়। ক্ষতির ঝুঁকি এড়াতে উঁচু কোনো নিরাপদ স্থানে কাজের ব্যবস্থা করার জন্য স্টাফদের সুবিধার্থেই এ পদক্ষেপ বলে এক বিবৃতিতে জানিয়েছে মিউজিয়াম কর্তৃপক্ষ। এএফপি।

সর্বশেষ খবর