সোমবার, ৬ জুন, ২০১৬ ০০:০০ টা

বাংলাদেশ-ভারত সীমান্ত বন্ধের দাবি রাজ্য বিজেপির

কলকাতা প্রতিনিধি

ভারত-বাংলাদেশের সীমান্তবর্তী এলাকার মাদ্রাসাগুলো সন্ত্রাসীমূলক ও ভারতবিরোধী কর্মকাণ্ডের প্রজনন কেন্দ্র বলে অভিযোগ করলেন বিজেপির পশ্চিমবঙ্গ সভাপতি দিলীপ ঘোষ। এ ধরনের জিহাদি কর্মকাণ্ড নির্মূল করতে দুই দেশের আন্তর্জাতিক সীমান্ত বন্ধেরও দাবি জানিয়েছেন বিজেপি সভাপতি। রবিবার কলকাতায় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে দিলীপ ঘোষ বলেন, ‘আমরা সবাই জানি যে, সীমান্তবর্তী এলাকার মাদ্রাসাগুলোতে জিহাদি কর্মকাণ্ড এবং রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডকে লালন-পালন করা হয়। মাদ্রাসাগুলো বিদেশ থেকে অর্থ সহায়তা পেয়ে থাকে। দুই দেশের আন্তর্জাতিক সীমান্ত বরাবর এই মাদ্রাসাগুলো একটি চেন তৈরি করে রেখেছে, যার ফলে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড, গবাদিপশু পাচার ও পাচারের মতো নাশকতা বৃদ্ধি পাচ্ছে।’

সর্বশেষ খবর