শিরোনাম
সোমবার, ৬ জুন, ২০১৬ ০০:০০ টা

দিল্লির অ্যাপোলো হাসপাতালে কিডনি বাণিজ্য!

নয়াদিল্লির খ্যাতনামা বেসরকারি অ্যাপোলো হাসপাতালে কিডনি বাণিজ্য চক্র চিহ্নিত করেছে স্থানীয় পুলিশ। এরই মধ্যে চক্রের সদস্য সন্দেহে পাঁচজনকে আটক করা হয়েছে। যাদের মধ্যে দুজনই অ্যাপোলো হাসপাতালের কর্মকর্তা। পুলিশের বরাত দিয়ে স্থানীয় ও আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ খবর দিয়েছে। খবরে দিল্লিজুড়ে আলোচনার ঝড় বইছে। সংবাদমাধ্যমে বলা হচ্ছে, ওই চক্রটি হতদরিদ্র মানুষদের বাগে পেয়ে কিডনি  বেচতে বাধ্য করে। এজন্য তারা প্রত্যেককে ধরিয়ে দেয় মাত্র সাড়ে ৭ হাজার ডলার, যা পরে বিপুল অর্থের বিনিময়ে বিক্রি করা হতো। রমরমা এই অবৈধ কিডনি বাণিজ্য তদন্তে নেমেছে পুলিশের বিশেষ টিম। তবে, হাসপাতাল কর্তৃপক্ষ এসব অভিযোগ অস্বীকার করে উল্টো দাবি করছে, তারা নিজেরাই ঘটনার ‘শিকার’। বিবিসি।

সর্বশেষ খবর