মঙ্গলবার, ১৪ জুন, ২০১৬ ০০:০০ টা

আরও ১২৩০ শরণার্থীকে উদ্ধার করেছে ইতালি

ইতালির উপকূলীয় রক্ষীরা জানিয়েছে, তারা সাগর থেকে আরও ১২৩০ জন শরণার্থীকে উদ্ধার করেছে। সিসিলি ও উত্তর আফ্রিকার মধ্যবর্তী জলসীমায় নয়টি ঝুঁকিপূর্ণ অভিযান চালিয়ে তারা এসব লোককে উদ্ধার করেছে। এ ছাড়া অভিযানে একটি মৃতদেহও উদ্ধার করা হয়েছে। এ নিয়ে গত চার দিনে তারা সাগর থেকে চার হাজারের বেশি শরণার্থীকে উদ্ধার করেছে বলে রয়টার্স জানিয়েছে। এর মাত্র একদিন আগে শনিবার উপকূলীয় রক্ষীরা সাগরে ১১টি অভিযানে ১৩২৮ জন শরণার্থীকে উদ্ধারের কথা জানিয়েছিল। গত বৃহস্পতিবারও ১৫টি নৌকা থেকে দুই হাজারের মতো লোকজনকে উদ্ধার করেছিল ইতালির উপকূলীয় রক্ষীরা। গত তিন বছর ধরে ইউরোপজুড়ে যে শরণার্থী সংকট চলছে তার জের টানতে হচ্ছে ইতালিকেও। —এএফপি

সর্বশেষ খবর