বুধবার, ১৫ জুন, ২০১৬ ০০:০০ টা

ভারতের বিরুদ্ধে চীনের কঠোর অবস্থান

বিষয় : এনএসজির্ভুক্তি

আন্তর্জাতিক পরমাণু প্রযুক্তি সরবরাহ গোষ্ঠী বা নিউক্লিয়ার সাপ্লায়ার্স গ্রুপে (এনএসজি) ভারতের অন্তর্ভুক্তির কঠোর বিরোধিতা করে চীনের গণমাধ্যমে বলা হয়েছে, এতে শুধু পাকিস্তানের ওপর স্নায়ুচাপ বৃদ্ধি এবং পারমাণবিক অস্ত্র ব্যবহারের প্রতিযোগিতাই বাড়বে না, চীনের জাতীয় স্বার্থও হুমকির মুখে পড়বে। ৪৮ রাষ্ট্রের এই গোষ্ঠীতে অন্তর্ভুক্তির জন্য ভারত ও পাকিস্তান কয়েক বছর আগে আবেদন করলেও এখন পর্যন্ত তারা সদস্যপদ পায়নি। গত সপ্তাহে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির যুক্তরাষ্ট্র সফরের সময় যুক্তরাষ্ট্র এনএসজিতে অন্তর্ভুক্তির জন্য ভারতকে সমর্থন  দেওয়ায় এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে পাকিস্তান। ভারতের অন্তর্ভুক্তির বিষয়ে চীন বিরোধিতা করায় গত সপ্তাহে ভিয়েনায় অনুষ্ঠিত বৈঠকে ভারতের আবেদনের বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তবে আনুষ্ঠানিকভাবে এই বিরোধিতার বিষয়ে প্রথম কোনো বক্তব্য এল চীনের গণমাধ্যমে। গতকাল দেশটির রাষ্ট্রপরিচালিত সংবাদপত্র গ্লোবাল টাইমসে বলা হয়, ভারত ও পাকিস্তান দুটি দেশই এই অঞ্চলের পারমাণবিক শক্তিধর রাষ্ট্র। টাইমস অব ইন্ডিয়া।

সর্বশেষ খবর