বৃহস্পতিবার, ১৬ জুন, ২০১৬ ০০:০০ টা

অভিযুক্ত হতে পারেন মতিনের স্ত্রী

অরল্যান্ডো নৈশক্লাবে হামলা

অরল্যান্ডোয় সমকামীদের একটি নৈশক্ল্লাবে ভয়াবহ সন্ত্রাসী হামলার ঘটনায় হামলাকারীর স্ত্রীর বিরুদ্ধেও সম্পৃক্ত থাকার অভিযোগ আনা হতে পারে। ওই হামলায় ৪৯ জন প্রাণ হারায়। ৫৩ জন আহত হয়। আহতদের মধ্যে ছয়জনের অবস্থা গুরুতর। কৌঁসুলিরা হামলাকারী ওমর মতিনের স্ত্রী নূর সালমানের বিরুদ্ধে তদন্ত চালাতে জুরিদের এক সভার আহ্বান করেছেন। জানা গেছে, নূর সালমান পুলিশকে জানিয়েছেন, তার স্বামী মতিন যেন পালস নৈশক্লাবে হামলা না চালায় তা তিনি তাকে বলার চেষ্টা করেছেন। যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক ইতিহাসে অরল্যান্ডোর হামলাটি সবচেয়ে ভয়াবহ। সিনেট ইন্টেলিজেন্স কমিটির সদস্য মার্কিন সিনেটর আংগাস কিং বলেন, ‘মনে হচ্ছে যে তিনি এ হামলার ব্যাপারে জানতেন।’ মঙ্গলবার মার্কিন গণমাধ্যমগুলো জানিয়েছে, নূর সালমান তার স্বামী ওমর মতিনের সঙ্গে গুলি কিনতে যান এবং তিনি গাড়ি চালিয়ে তার স্বামীকে পালস নৈশক্লাবে সমকামীদের আগের একটি অনুষ্ঠানে পৌঁছে দেন। এএফপি

সর্বশেষ খবর