শিরোনাম
বৃহস্পতিবার, ১৬ জুন, ২০১৬ ০০:০০ টা

পশ্চিম তীরে পানি সরবরাহ বন্ধ করে দিয়েছে ইসরায়েল

ফিলিস্তিন অধিকৃত পশ্চিম তীরে পানি সরবরাহ বন্ধ করে দিয়েছে ইসরায়েল। এর ফলে পবিত্র রমজান মাসে নিরাপদ পানি থেকে বঞ্চিত হচ্ছে কয়েক লাখ ফিলিস্তিনি। ফিলিস্তিনি হাইড্রোলজি গ্রুপের নির্বাহী পরিচালক আয়মান রাবি জানান, ইসরায়েলের জাতীয় পানি বিতরণ কোম্পানি মেকরট ফিলিস্তিনের জেনিন পৌর শহর, নাবলুসের কয়েকটি গ্রাম এবং সালফিত শহর ও এর আশপাশের গ্রামে পানি সরবরাহ বন্ধ করে দিয়েছে। এগুলোর মধ্যে বেশ কয়েকটি এলাকায় ৪০ দিনেরও বেশি সময় ধরে পানি সরবরাহ বন্ধ রয়েছে। তিনি বলেন, ‘লোকজনকে গাড়ি থেকে কেনা পানি অথবা ঝরনা ও আশপাশের বিকল্প উেসর ওপর নির্ভর করতে হচ্ছে। প্রতিদিন দুই, তিন অথবা ১০ লিটার পানি দিয়ে পুরো পরিবারের জীবনযাপন করতে হচ্ছে। ফিলিস্তিনি এই কর্মকর্তা জানান, জেনিন শহরের মোট বাসিন্দার সংখ্যা ৪০ হাজার। এর পানি সরবরাহ অর্ধেক কমিয়ে দেওয়া হয়েছে। আলজাজিরা।

সর্বশেষ খবর