বৃহস্পতিবার, ১৬ জুন, ২০১৬ ০০:০০ টা

ট্রাম্পের কড়া সমালোচনায় ওবামা

যুক্তরাষ্ট্রে অরল্যান্ডো শুটিংয়ের ঘটনায় যে প্রতিক্রিয়া দেখিয়েছেন রিপাবলিকান প্রেসিডেন্ট পদ-প্রত্যাশী ডোনাল্ড ট্রাম্প, তার কড়া সমালোচনা করেছেন প্রেসিডেন্ট ওবামা। হোয়াইট হাউসে দেওয়া এক বক্তব্যে প্রেসিডেন্ট ওবামা বলেন, ট্রাম্প যুক্তরাষ্ট্রে মুসলমানদের ঢুকতে দেওয়া বন্ধ করার যে প্রস্তাব করেছেন তা চরমপন্থিদের অপপ্রচারকে আরও উসকে দেবে এবং আমেরিকাকে আরও কম নিরাপদ করে তুলবে। ডোনাল্ড ট্রাম্প গত সোমবারই এ পরিকল্পনার কথা প্রকাশ করেন যেখানে তিনি সেসব দেশের মুসলিমদের যুক্তরাষ্ট্র প্রবেশে নিষেধাজ্ঞা আরোপের কথা বলেন, যেসব দেশের মানুষ এর আগে দেশটিতে সন্ত্রাস সৃষ্টি করেছে। এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য তিনি প্রেসিডেন্টের নির্বাহী ক্ষমতা কাজে লাগানোর পরামর্শ দেন। ট্রাম্পের এই পরিকল্পনার তীব্র সমালোচনা করেছেন প্রেসিডেন্ট ওবামা। বিবিসি।

সর্বশেষ খবর