শনিবার, ১৮ জুন, ২০১৬ ০০:০০ টা

গণভোট নিয়ে প্রচারণা স্থগিত

ব্রিটিশ নারী এমপি হত্যা

গুলি ও ছুরিকাঘাতে লেবার পার্টির এমপি জো কক্স নিহত হওয়ার পর ইউরোপীয় ইউনিয়নে ব্রিটেনের থাকা-না থাকা নিয়ে আসন্ন গণভোটের প্রচারণা স্থগিত করা হয়েছে। এদিকে ঘটনা তদন্তের কাজ শুরু করেছে পুলিশ। শোক প্রকাশ করছেন যুক্তরাষ্ট্র, জার্মানিসহ বিশ্বনেতারা। নিজের নির্বাচনী এলাকা ওয়েস্ট ইয়র্কশায়ারের ব্রিস্টলে একটি লাইব্রেরির সামনে যখন বৈঠক করছিলেন জো কক্স, তখন সেখানেই গুলি ও ছুরিকাঘাতের শিকার হন। এ জো কক্সের হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে টমি মায়ার নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। কক্সকে গুলি করে হত্যার আগে ‘পুট ব্রিটেইন ফার্স্ট’ বলে চিৎকার করেছিলেন গ্রেফতার হওয়া টমি মায়ার। ব্রিটেনে কট্টর জাতীয়তাবাদী রাজনৈতিক দল ব্রিটেন ফার্স্ট। তবে পুলিশ বলছে রাজনৈতিক দল ব্রিটেন ফার্স্টের সংশ্লিষ্টতার কোনো ক্লু অথবা প্রমাণ এখনো পাওয়া যায়নি। গণমাধ্যমের দাবি মায়ার একজন স্কটিশ। তা সত্ত্বেও দক্ষিণ আফ্রিকার এক বর্ণবাদী সংগঠনের সঙ্গে সংশ্লিষ্টতা ছিল তার বিবিসি।

সর্বশেষ খবর