শনিবার, ১৮ জুন, ২০১৬ ০০:০০ টা

লুকাতে পারলেন না মন্ত্রী

লুকাতে পারলেন না মন্ত্রী

একটি-দুটি নয়। অর্থ আর অলঙ্কারে ঠাসা ১৬০টি স্যুটকেস ও ব্যাগ। এগুলো আর্জেন্টিনার সাবেক একজন উপমন্ত্রী হোসে লোপেজের। তিনি এগুলো লুকানোর চেষ্টা করছিলেন। কিন্তু পারেননি, হাতেনাতে ধরা পড়েছেন।

মঙ্গলবার দেশটির রাজধানী বুয়েনস এইরেসের কাছে লোপেজ ব্যাগ ও স্যুটকেসগুলো একটি খ্রিস্টান আশ্রমের প্রাচীরের ওপারে ছুড়ে ফেলার চেষ্টা করেন। এ সময়ই ধরা পড়েন। এগুলোয় ৯০ লাখেরও বেশি ডলার ছিল। তবে লোপেজের আইনজীবী আর্জেন্টিনার জনপ্রিয় সঙ্গীতশিল্পী ও মডেল ফের্নান্দা হেরারা বলেন, লোপেজ মানসিকভাবে অসুস্থ। তিনি অলীক কল্পনার জগতে বাস করেন। গ্রেফতারের পর অ্যাম্বুলেন্সে করে তাকে নিয়ে যাওয়ারও পরামর্শ দেন। তকে চিকিৎসকরা তার শারীরিক পরীক্ষার পর বলছেন, মানসিক চাপ ও উচ্চ রক্তচাপ ছাড়া লোপেজের আর কোনো সমস্যা নেই। খ্রিস্টান ওই আশ্রমের বাসিন্দা একজন নান বলেন, লোপেজ প্রায়ই তাদের এখানে আসতেন। সহায়তাও দিতেন। লোপেজকে তারা একজন ভালো মানুষ হিসেবে চেনেন। আরেকজন নান জানান, পুলিশ ধরে নিয়ে যাওয়ার সময় লোপেজ বলছিলেন ওই অর্থ তিনি আশ্রমে সাহায্য করার জন্য চুরি করেছিলেন। কোত্থেকে, কীভাবে লোপেজ এত বিপুল অর্থ, অলঙ্কার ও দামি ঘড়ি সংগ্রহ করেছেন, তা নিয়ে অনুসন্ধান চলছে। লোপেজের ওইসব অর্থ ও অলঙ্কার গুনতে তদন্তকারীদের প্রায় ২২ ঘণ্টা লেগেছে। লোপেজ আর্জেন্টিনার সর্বশেষ দুই প্রেসিডেন্ট নেসতর কির্চনার ও ক্রিশ্চিনা কির্চনারের গণপূর্ত উপমন্ত্রী ছিলেন। তিনি প্রায় ১২ বছর মন্ত্রিপরিষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। এএফপি।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর