শুক্রবার, ২৪ জুন, ২০১৬ ০০:০০ টা

অবস্থান ধর্মঘটে মার্কিন ডেমোক্র্যাট এমপিরা

সাম্প্রতিক ইতিহাসে সবচেয়ে প্রাণঘাতী নির্বিচারে গুলিবর্ষণের ঘটনার পর আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণ আইন প্রণয়নের দাবিতে যুক্তরাষ্ট্র কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের ডেমোক্র্যাট সদস্যরা অবস্থান ধর্মঘট শুরু করেছেন। পরিষদের মেঝেতে বসে আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণ আইন প্রণয়নের দাবিতে স্লোগানও দেন ডেমোক্র্যাট প্রতিনিধিরা। ১২ ঘণ্টারও বেশি সময় ধরে চলা তাদের এই অবস্থান ধর্মঘট সত্ত্বেও তাদের দাবি মেনে নিতে অস্বীকার করে পরিষদের সংখ্যাগরিষ্ঠ রিপাবলিকানরা, এতে বুধবার নিম্নকক্ষে বিশৃঙ্খলা দেখা দেয়। ডেমোক্র্যাটদের এই ধর্মঘটের সম্প্রচার বন্ধ করতে ও পরিষদে স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনতে রিপাবলিকান নেতারা হাউসের টেলিভিশন ক্যামেরা ও মাইক্রোফোনগুলো বন্ধ করে ধর্মঘটীদের ওপর চাপ সৃষ্টির চেষ্টা করেন। কিন্তু রিপাবলিকান নেতারা অস্ত্র নিয়ন্ত্রণ আইন প্রস্তাবের ওপর ভোটাভুটিতে রাজি না হওয়া পর্যন্ত ধর্মঘট অব্যাহত রাখা হবে বলে জানিয়েছেন ডেমোক্র্যাট প্রতিনিধিরা। বিবিসি

সর্বশেষ খবর