শুক্রবার, ২৪ জুন, ২০১৬ ০০:০০ টা

উত্তর কোরীয় ক্ষেপণাস্ত্র মার্কিন ঘাঁটিতে আঘাতে সক্ষম : কিম

উত্তর কোরীয় ক্ষেপণাস্ত্র মার্কিন ঘাঁটিতে আঘাতে সক্ষম : কিম

উত্তর কোরিয়ার সাম্প্রতিক সফল ক্ষেপণাস্ত্র পরীক্ষায় প্রমাণিত হয়েছে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটিতে আঘাত হানতে তাদের নিশ্চিত সক্ষমতা রয়েছে। বুধবার দেশটির নেতা কিম জং উন এই দাবি করেন। এর আগে উত্তর কোরিয়া মাঝারি পাল্লার ওই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা সফল হয়েছে বলে দাবি করে। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কেসিএনএর প্রতিবেদনে জানানো হয়, তাদের আগাম পারমাণবিক হামলার সক্ষমতা বাড়াতে এটি তাত্পর্যপূর্ণভাবে অবদান রাখবে। মাঝারি পাল্লার মুসুদান ক্ষেপণাস্ত্রের পরীক্ষা কিম জং উন নিজে উপস্থিত থেকে পর্যবেক্ষণ করেন। এটিকে তিনি ‘বিশাল ঘটনা’ বলে উল্লেখ করেন। কিমের উদ্ধৃতি দিয়ে প্রতিবেদনে বলা হয়, প্রশান্ত মহাসাগরীয় পরিচালন মঞ্চে মার্কিনিদের ওপর বাস্তবানুগভাবে সর্বাত্মক হামলা চালানোর বিষয়ে আমাদের নিশ্চিত সক্ষমতা রয়েছে। বিবিসি।

সর্বশেষ খবর