Bangladesh Pratidin || Highest Circulated Newspaper
শিরোনাম
তহবিল সংগ্রহের প্রতিযোগিতায় হিলারি ও ট্রাম্প তহবিল সংগ্রহের প্রতিযোগিতায় হিলারি ও ট্রাম্প

যুক্তরাষ্ট্রে আসছে প্রেসিডেন্ট নির্বাচনে প্রধান দুই দল রিপাবলিকান ও ডেমোক্রেটিক পার্টির প্রার্থী কে হবেন তা মোটামুটি নিশ্চিত। এ দুজন হলেন ডেমোক্রেটিক পার্টির হিলারি ক্লিনটন ও রিপাবলিকান দলের ডোনাল্ড ট্রাম্প। প্রার্থিতার লড়াইয়ের পাশাপাশি এ দুজনের মধ্যে এখন চলছে নির্বাচনী প্রচারণার তহবিল সংগ্রহের প্রতিযোগিতা। এক মাস আগেও রিপাবলিকান ট্রাম্পের নির্বাচনী প্রচারণার তহবিলে বেশ ঘাটতি ছিল। ধনাঢ্য এই ব্যবসায়ীর তহবিলে ঘাটতি নিয়ে বেশ আলাপও হয়েছে। মে মাসে মোটে তিন মিলিয়ন ডলার জমে ছিল তার তহবিলে। কিন্তু হিলারি এগিয়ে ছিলেন ৪০ মিলিয়ন ডলার বেশি। দুই দলের ইতিহাসে নির্বাচনী তহবিল ঘাটতিতে এটা ছিল সবচেয়ে বড়। কিন্তু এক মাসেই হঠাৎ বিশাল তহবিল তৈরি করে ফেলেছেন ট্রাম্প। নির্বাচনী প্রচারণার জন্য গত মাসেই ৫০ মিলিয়ন ডলার জোগাড় করেছেন তিনি। এতে তিনি আরও শক্তভাবে হিলারি ক্লিনটনকে মোকাবিলা করতে পারবেন বলে মনে করা হচ্ছে।…

সর্বশেষ খবর