সোমবার, ১১ জুলাই, ২০১৬ ০০:০০ টা

মঙ্গলে পানির স্রোত

মঙ্গলে পানির স্রোত

পৃথিবীর বাইরে যে জগৎ রয়েছে তার বিষয়ে জানতে আগ্রহের কমতি নেই কারোই। বিশেষ করে বিজ্ঞানীদের। বিশেষ করে আমাদের পৃথিবীর কাছের গ্রহ মঙ্গলে কি আছে তাই নিয়ে রাত দিন কাজ করছেন বিজ্ঞানীরা। মঙ্গল সম্মন্ধে এবার বিজ্ঞানীরা বলছেন অতীতে নয়, এখনো পানির স্রোত বইছে এই গোলাপি গ্রহে। বিজ্ঞানীরা বলছেন, নিরক্ষরেখার (ইকুয়েটর) কাছে কি বয়ে চলে এখনো পানির স্রোত? আর ‘গ্রীষ্ম’ চলে গিয়ে মঙ্গলে ‘শীত কাল’ এলে কি সেই ধারা শুকিয়ে যায়? সদ্য প্রকাশিত একটি গবেষণাপত্রের ভিত্তিতে নাসা এমনটাই দাবি করেছে। গবেষণাপত্রটি প্রকাশিত হয়েছে বিজ্ঞান-জার্নাল ‘জিওফিজিক্যাল রিসার্চ; প্ল্যানেট্স’-এ। মূল গবেষক টাক্সনে, আরিজোনা বিশ্ববিদ্যালয়ের লুনার অ্যান্ড প্ল্যানেটারি ল্যাবরেটরির জ্যোতির্বিজ্ঞানী ম্যাথু শোজনাকি। তিনি বলেছেন, ‘মঙ্গলের নিরক্ষরেখার কাছে ‘ভ্যালেস মারিনারিজ’ নামে যে সুবিশাল গিরিখাত রয়েছে, সেখানে ‘গরম কালে’ আমরা এমন কয়েক হাজার কালো রেখা দেখতে পেয়েছি। দুটি মার্কিন ‘রোভার’ মহাকাশযান- ‘কিউরিওসিটি’ ও ‘অপরচ্যুনিটি’র পাঠানো ছবি বিশ্লেষণ করেই ওই কালো রেখা বা দাগগুলোর হদিস মিলেছে। যা পানি স্রোতের দাগ। আনন্দবাজার

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর