সোমবার, ১১ জুলাই, ২০১৬ ০০:০০ টা

রাশিয়ার পাল্টা ব্যবস্থা

ওয়াশিংটন রাশিয়ার দুই দূতাবাসকর্মীকে দেশত্যাগের নির্দেশ দেওয়ার পর রাশিয়াও যুক্তরাষ্ট্রের দুই কূটনীতিককে বহিষ্কার করেছে। শনিবার রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, ওয়াশিংটনের ‘অবন্ধুত্বসুলভ’ আচরণের পর তারাও জুনে দুই মার্কিন কূটনীতিককে বহিষ্কার করেছে। রাশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ বলেন, ‘নিজেদের কূটনীতিক পরিচয়ের সঙ্গে বেমানান কার্যকলাপের জন্য মস্কোয় যুক্তরাষ্ট্রের দূতাবাসের দুইকর্মীকে বহিষ্কার করা হয়েছে।’ এর আগে শুক্রবার মস্কোয় যুক্তরাষ্ট্রের দূতাবাসের কাছে এক রুশ পুলিশ একজন মার্কিন কূটনীতিকের উপর হামলা করে। যার পরিপ্রেক্ষিতে তারা ওয়াশিংটনে রাশিয়ার  দুই দূতাবাসকর্মীকে দেশত্যাগের নির্দেশ দেয়। এএফপি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর