সোমবার, ১১ জুলাই, ২০১৬ ০০:০০ টা

সংক্ষেপে

ভারতে বন্যায় নিহত ১৭

ভারতের মধ্যপ্রদেশ ও আসামের বন্যায় ১৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে মধ্যপ্রদেশেই মারা গেছেন ১৫ জন। দুই রাজ্য মিলিয়ে প্রায় এক লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। গত কয়েকদিনের টানা বর্ষণের ফলে রাজ্যটির একাধিক জায়গায় বন্যার পরিস্থিতি সৃষ্টি হয়েছে। দুর্গত এলাকা থেকে ২০ হাজার মানুষকে নিরাপদে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। ভারতের আবহাওয়া দফতরের ভোপাল সেক্টরের ডিরেক্টর ড. অনুপম কাশ্যপি জানান ইন্দোর, উজ্জয়ন, হসাংগাবাদসহ কয়েকটি জায়গায় আগামী কয়েক ঘণ্টা ভারি থেকে অতিভারি বর্ষণ হতে পারে। এর ফলে পরিস্থিতি আরও ভয়ঙ্কর হওয়ার আশঙ্কা রয়েছে। —কলকাতা প্রতিনিধি

দুই রুশ পাইলটকে হত্যা

আন্তর্জাতিক জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) সদস্যরা রাশিয়ার একটি সামরিক হেলিকপ্টার সিরিয়ায় গুলি করে ভূপাতিত করেছে। এতে নিহত হয়েছেন বিমানটির দুই পাইলট। স্থানীয় গণমাধ্যমকে উদ্ধৃত করে রাশিয়ার সামরিক বাহিনী এ তথ্য জানিয়েছে। এমআই-২৫ সামরিক হেলিকপ্টারটিতে ছিলেন দুই রুশ পাইলট রিয়াফাগাত খাবিবুলিন ও ইয়েভজেনি দলগিন। শুক্রবার সিরিয়ার প্রাচীন নগরী পালমিরার পূর্বাঞ্চলে সামরিক হেলিকপ্টারটি গুলি করে ভূপাতিত করা হয়। সিরিয়া সরকারের অনুরোধে আইএস বিরোধী অভিযানে যুক্ত ছিলেন এই সামরিক হেলিকপ্টারটির পাইলটরা। জঙ্গিদের অনলাইনভিত্তিক তত্পরতা পর্যবেক্ষণকারী মার্কিন ওয়েব সাইট ইনটেলিজেন্স জানিয়েছে, আইএস এ ঘটনার দায় স্বীকার করেছে। এএফপি।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর