বুধবার, ১৩ জুলাই, ২০১৬ ০০:০০ টা

মিয়ানমারের পাচার হওয়া ১৯ জন থাইল্যান্ডে উদ্ধার

মিয়ানমারের পাচার হওয়া ১৯ জন থাইল্যান্ডে উদ্ধার

মিয়ানমার থেকে পাচার হওয়া ১৯ নাগরিককে থাইল্যান্ডে উদ্ধার করা হয়েছে। থাইল্যান্ডের সরকারি সংবাদ মাধ্যম ও একটি অ্যাক্টিভিস্ট গ্রুপ গতকাল এ কথা জানায়। পাচারের স্বর্গরাজ্য হিসেবে পরিচিত এ এলাকায় উদ্ধারের ঘটনাটিকে পুলিশের একটি ব্যতিক্রমী সফলতা হিসেবে দেখা হচ্ছে। থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলীয় পাত্তানি জেলায় রবিবার ইন্দোনেশীয় পতাকাবাহী একটি মাছধরা নৌকায় এদের আটকে রাখা হয়। থাইল্যান্ডে মিয়ানমার অ্যাসোসিয়েশনকে তাদের দুরবস্থার কথা জানালে পুলিশ অভিযান চালিয়ে এদের উদ্ধার করে। অ্যাসোসিয়েশনের পরিচালক কিয়ং থাং বলেন, পাচার হওয়া এসব নাগরিকের অধিকাংশই তরুণ। কারো কারো বয়স মাত্র ১৩ বছর। ব্যাংককে কাজ পাইয়ে দেওয়ার লোভ দেখিয়ে তাদের পাচার করা হয়। কিন্তু পরে মাছ ধরা নৌকায় তাদের আটকে রাখে। প্রায় ১০ দিন তারা ওই নৌকায় আটকে ছিল। ঘটনাস্থল থেকে একজন বার্মিজ দালালকে এ ঘটনায় আটক করা হয়েছে বলে তিনি জানান। এএফপি

সর্বশেষ খবর