বুধবার, ১৩ জুলাই, ২০১৬ ০০:০০ টা

ইরাকে আরও ৫৬০ সেনা পাঠাবে যুক্তরাষ্ট্র

ইরাকে তথা-কথিত ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধে লড়াইয়ে সহায়তা দেওয়ার লক্ষ্যে যুক্তরাষ্ট্র আরও ৫৬০ জন সেনা পাঠাবে। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী অ্যাশ কার্টার এ তথ্য জানিয়েছেন। নতুন সেনা সদস্যরা যোগ দিলে ইরাকে মার্কিন সেনার সংখ্যা ৪,৬৫০ জনে দাঁড়াবে। এই সেনাদের অধিকাংশই ইরাকি  সেনাদের প্রশিক্ষণ এবং পরামর্শ দেওয়ার কাজে নিয়োজিত রয়েছেন। কার্টার বলেন, আইএসের শক্তঘাঁটি হিসেবে পরিচিত মসুল উদ্ধারে প্রকৌশল ও যুদ্ধকৌশল বিশেষজ্ঞ এই বাড়তি সেনারা স্থানীয় সেনাদের পরিকল্পনায় সহায়তা করবেন। ইরাকের রাজধানী বাগদাদে আকস্মিক সফরে গিয়ে কার্টার এ ঘোষণা দেন। বিবিসি

সর্বশেষ খবর