বুধবার, ১৩ জুলাই, ২০১৬ ০০:০০ টা

মেক্সিকোতে বায়ু দূষণ কমাতে...

বায়ু দূষণ কমাতে মেক্সিকো সিটি ও এর আশপাশে কর্তৃপক্ষ ১  কোটি ৮০ লাখ গাছ লাগানোর সিদ্ধান্ত নিয়েছে। সোমবার দেশটির সরকার এ কথা জানিয়েছে। পরিবেশমন্ত্রী রাফায়েল পাচিয়ানো নগরীর সবুজ শোভা বাড়াতে ‘ঐতিহাসিক বনায়নের’ এ উদ্যোগ নেন। বৃহত্তর মেক্সিকো সিটি এলাকায় তীব্র বায়ু দূষণ রয়েছে। চলতি বছরের মার্চ মাসে তা রেকর্ড পর্যায়ে পৌঁছে। এ অবস্থায় কর্তৃপক্ষ যানবাহনের চলাচল সীমিত করতে বাধ্য হয়। এদিকে বায়ু দূষণ রোধে কর্তৃপক্ষ আরও কিছু পদক্ষেপের ঘোষণা দিয়েছে। এসবের মধ্যে রয়েছে ১০ বছরেরও বেশি সময়ের পুরনো এক হাজার ট্যাক্সির স্থলে উন্নত গাড়ি এবং মালামাল ও যাত্রীবাহী পরিবহন নবায়নে কর্মসূচি জোরদার করা। এএফপি

সর্বশেষ খবর