বুধবার, ১৩ জুলাই, ২০১৬ ০০:০০ টা
অন্য খবর

কৃষক হয়েই কোটিপতি

সরকারি চাকরি করতেন। এ জন্য সুযোগ সুবিধা ভালোই পেতেন। কিন্তু তারপরেও তার একটা অতৃপ্ততা ছিল। এজন্য আলাদা করার একটা চিন্তা সব সময়ই ছিল। জমি-জমা চাষ করেই কিছু করার ভাবনা থেকে এক সময় হঠাৎ চাকরি ছেড়ে দিয়ে মাঠে আবাদ করা শুরু করলেন। আর সেগুলো ওষুধি গাছ। আর তা থেকেই কয়েক বছরেই কোটি বনে গেছেন এই ব্যক্তি। তার নাম হরিশ ধনদেব। ভারতের রাজস্থানে তার বাড়ি। তার খামারে উৎপাদিত অ্যালোভেরা  (ঘৃতকুমারী) এখন রপ্তানি হয় ব্রাজিল,  হংকং ও যুক্তরাষ্ট্রসহ অনেক দেশে।

কৃষক পরিবারে সন্তান ধনদেব। একবার দিল্লিতে কৃষি প্রদর্শনী দেখতে গিয়েছিলেন। সেখানে ঘৃতকুমারী ও আমলকীর (আমলা) চাষ  দেখেন। নেমে যান এই দুটোর আবাদে। এরপরই জীবনের মোড় ঘুরে যায়। টিএনএন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর