বুধবার, ১৩ জুলাই, ২০১৬ ০০:০০ টা

সংক্ষেপে

দক্ষিণ সুদানে অস্ত্রবিরতি

দক্ষিণ সুদানের প্রেসিডেন্ট ও তার প্রতিদ্বন্দ্বী ভাইস- প্রেসিডেন্ট অস্ত্রবিরতিতে সম্মত হয়েছেন। তারা নিজ নিজ বাহিনীতে সোমবার এই যুদ্ধবিরতি মেনে চলারও নির্দেশ দিয়েছেন। দেশটির রাজধানীতে ভয়াবহ সংঘর্ষের পর তারা এ অস্ত্রবিরতির নির্দেশ দেন। যুদ্ধের কারণে হাজার হাজার লোক তাদের বাড়িঘর ছেড়ে পালিয়েছে এবং দেশটিতে পুনরায় গৃহযুদ্ধ শুরুর হুমকি দেখা দিয়েছে। এএফপি।

ইতালিতে ট্রেন দুর্ঘটনায় ২০ জন নিহত

ইতালির দক্ষিণাঞ্চলীয় পুগলিয়া অঞ্চলে দুটি ট্রেনের সংঘর্ষে কমপক্ষে ২০ জন নিহত হয়েছে। সরকারি সূত্রের বরাত দিয়ে খবরে বলা হয়, এ ঘটনায় বিপুল সংখ্যক লোক আহত হয়েছে। দুর্ঘটনাস্থলের ছবিতে দেখা যায় উদ্ধার কর্মীরা দুর্ঘটনায় বিধ্বস্ত দুটি বগির মধ্যে আটকা পড়া যাত্রীদের উদ্ধার করছে। এএফপি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর