সোমবার, ১৮ জুলাই, ২০১৬ ০০:০০ টা

কাশ্মীরে সংবাদপত্র বন্ধ

কাশ্মীরে এক সপ্তাহেরও বেশি সময় ধরে চলা অচলাবস্থায় এবার বন্ধ করা হলো একাধিক সংবাদপত্র। শনিবার মধ্যরাতে কাশ্মীরের বিভিন্ন এলাকায় তল্লাশি চালিয়ে একাধিক উর্দু ও ইংরেজি সংবাদপত্র জব্দ করে পুলিশ। এরপরই দেশটিতে সবধরনের সংবাদপত্রের প্রকাশনা বন্ধ করে দেয় জম্মু-কাশ্মীর পুলিশ। পুলিশ জানিয়েছে, শ্রীনগরের র‌্যানগ্রেথ ইন্ডাস্ট্রিয়াল এস্টেটে প্রথমে অভিযান চালায় পুলিশ ও সেনাবাহিনী। এরপর কাশ্মীরের স্থানীয় পত্রিকা ‘গ্রেটার কাশ্মীর’ এর প্রকাশনা বন্ধ করে দেওয়া হয়। তবে পত্রিকাটির অনলাইন ভার্সন এখনো খোলা রয়েছে। জম্মু-কাশ্মীরের দশটি জেলায় এখনো জারি রয়েছে কারফিউ। আট দিনেও কাটেনি অচলাবস্থা। প্রসঙ্গত, গত সপ্তাহে গেরিলা নেতা বুরহান ওয়ানির (২২) মৃত্যুকে  কেন্দ্র করে কাশ্মীরে ভয়াবহ সহিংসতার ঘটনা ঘটে। টাইমস অব ইন্ডিয়া।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর