শনিবার, ২৩ জুলাই, ২০১৬ ০০:০০ টা

তুরস্ক জরুরি অবস্থা জারি করায় ইইউ’র উদ্বেগ

তুরস্কে ব্যর্থ সামরিক অভ্যুত্থান প্রচেষ্টার পর দেশটি জরুরি অবস্থা জারি করায় ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) উদ্বেগ প্রকাশ করেছে। তারা মানবাধিকারের প্রতি শ্রদ্ধা এবং আইনের শাসন মেনে চলার আহ্বান জানিয়েছে। ব্যর্থ সামরিক অভ্যুত্থানের সঙ্গে জড়িত সন্দেহভাজনদের  গ্রেফতারে রাষ্ট্রীয় ক্ষমতা জোরদারে তুরস্ক তিন মাসের জরুরি অবস্থা জারি করে এবং মানবাধিকারবিষয়ক একটি ইউরোপীয় গুরুত্বপূর্ণ সম্মেলন স্থগিত করে। ইইউয়ের পররাষ্ট্রবিষয়ক প্রধান ফেডেরিকা মোঘারিনি এবং কমিশনার জোহানেস হানের দেওয়া এক যৌথ বিবৃতিতে বলা হয়, ‘সামরিক অভ্যুত্থান প্রচেষ্টার পর জারি করা তুরস্কের জরুরি অবস্থার পরিস্থিতি আমরা পর্যবেক্ষণ করছি।’

 বিবৃতিতে আরও বলা হয়, ‘শিক্ষা ব্যবস্থা, বিচার বিভাগ ও সংবাদমাধ্যম বিষয়ে সাম্প্রতিক অগ্রহণযোগ্য বিভিন্ন সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে এ উদ্বেগ প্রকাশ করা হয়। আমরা আইনের শাসন, মানবাধিকার ও মৌলিক স্বাধীনতার প্রতি শ্রদ্ধা জানাতে তুরস্কে কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি। এএফপি।

সর্বশেষ খবর