শনিবার, ২০ আগস্ট, ২০১৬ ০০:০০ টা

সিরীয় বিদ্রোহীদের ঐক্যবদ্ধ করেছে নুসরা ফ্রন্ট!

সিরিয়ার বিদ্রোহী গোষ্ঠীগুলো আবার ঐক্যবদ্ধ হয়েছে। বিদ্রোহীদের এক হওয়ার কাজটি করেছে নুসরা ফ্রন্ট। কিছু দিন আগে জঙ্গিগোষ্ঠী আল কায়েদার সঙ্গে সম্পর্কে ইতি টানার ঘোষণা দেয় নুসরা ফ্রন্ট। বর্তমানে নিজেদের নামও পাল্টেছে এ সংগঠনটি। ২৮ জুলাই জাবাত ফাতেহ আল-শাম (জেএফএস) নামধারণ করে সাবেক নুসরা ফ্রন্ট। জঙ্গি সংগঠনটির নেতৃস্থানীয় এক নেতা। যার নাম শেখ মোস্তাফা মাহামেদ। জেএফএসের এ নেতা প্রথমবারের মতো একটি ব্রিটিশ টেলিভিশনকে সাক্ষাৎকার দিয়েছেন। স্কাই নিউজকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আলাদা থাকলে শক্তি কম হয়। বরং ঐক্যবদ্ধ থাকার মধ্যেই আমরা বেশি শক্তিশালী।’ স্কাই নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, আল কায়েদার সঙ্গে সম্পর্ক ছিন্ন করার মাধ্যমে জেএফএস অন্যান্য বিদ্রোহী  গোষ্ঠীগুলোকে আকৃষ্ট করতে সক্ষম হয়। ফলে জঙ্গিগোষ্ঠী আইএস ছাড়া সরকারবিরোধী অন্যান্য অনেকগুলো গ্রুপ একসঙ্গে কাজ করবে। খবরে বলা হয়েছে, যুদ্ধক্ষেত্রে এ উদ্যোগের দ্রুত ও চমকপ্রদ প্রভাব দেখা গেছে। ঐক্যের দরুণ সম্মিলিতভাবে আলেপ্পোর অবরোধ ভাঙ্গা সম্ভব হয়েছে। মাহামেদ ওই সাক্ষাৎকার আলেপ্পো থেকেই দিয়েছেন। খবরে বলা হয়, তিনি ইংরেজিভাষী, বয়স ৩৫ বছরের মতো এবং উচ্চ শিক্ষিত। পড়ালেখা করেছেন অস্ট্রেলিয়ার সিডনিতে। ফলে পশ্চিমারা কীভাবে চিন্তা, বিবেচনা ও প্রতিক্রিয়া দেখায়, সে ব্যাপারে প্রখর জ্ঞান রয়েছে তার। জেএফএস থেকে তাকে বিদেশি গণমাধ্যমের সঙ্গে যোগাযোগের কাজ দেওয়া হয়েছে। এএফপি।

সর্বশেষ খবর