শিরোনাম
শনিবার, ২০ আগস্ট, ২০১৬ ০০:০০ টা

ভারতের প্রধানমন্ত্রী পদে এখনো মোদিই পছন্দ

কলকাতা প্রতিনিধি

ভারতের প্রধানমন্ত্রী পদে এখনো মোদিই পছন্দ

জনপ্রিয়তার দৌড়ে এখনো সবার শীর্ষে রয়েছেন ভারতের প্রধানমন্ত্রী, বিজেপি নেতা নরেন্দ্র মোদি। ২০১৪ সালে ক্ষমতায় আসার পর থেকে গত দুই বছরে সহিষ্ণুতাসহ একাধিক বিতর্কের মাঝেও এ মুহূর্তে দেশে নির্বাচন হলে দেশের প্রধানমন্ত্রী পদে মোদিই হলেন প্রথম পছন্দ। ভারতের বেসরকারি টিভি চ্যানেল ‘ইন্ডিয়া টুডে’ এবং কারভি ইনসাইট-এর যৌথ জরিপে এ তথ্য উঠে এসেছে। গত ১৫ থেকে ২৭ জুলাই দেশের ৯৭টি লোকসভা কেন্দ্রে এ জরিপ করা হয়েছিল। প্রায় ১২ হাজার মানুষের ওপর এ জরিপ করা হয়েছিল। জরিপ অনুযায়ী প্রধানমন্ত্রীর পদে ৫০ শতাংশ ভোট দিয়েছে মোদির পক্ষে। মোদির অনেক পিছনে রয়েছে কংগ্রেস সহ-সভাপতি রাহুল গান্ধী। ১৩ শতাংশ মানুষের সমর্থন রয়েছে তার দিকে। অন্যদিকে মাত্র ৬ শতাংশ মানুষ চাইছেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী এবং ৪ শতাংশ মানুষ অরবিন্দ কেজরিওয়ালকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান। জরিপে প্রকাশ এ মুহূর্তে লোকসভার ভোট হলে বিজেপি নেতৃত্বাধীন জাতীয় গণতান্ত্রিক মোর্চা (এনডিএ) সরকার ৩০৪টি আসন পাবে। যা ২০১৪ সালের নির্বাচনে প্রাপ্ত আসন (৩৩৬টি)-এর চেয়ে ৩২টি কম। তবে আসন কমলেও এনডিএকেই সরকারে চাইছেন তারা। দেশজুড়ে মুখ্যমন্ত্রীদের জনপ্রিয়তার বিচারে এগিয়ে রয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ও বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। তাদের দুজনের সমর্থনেই রয়েছে ১৪ শতাংশ ভোট। জনপ্রিয়তার বিচারে দ্বিতীয় স্থানে রয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃতীয় স্থানে রয়েছেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান।

সর্বশেষ খবর